Site icon Jamuna Television

সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রী শীলা ইসলামের শারীরীক অবস্থা সংকটাপন্ন। লন্ডনের ইউসিএল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।এদিকে রবিবার বিকেল থেকেই সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীর মৃত্যুর তথ্য দিয়ে বাংলাদেশিদের ফেসবুক টাইমলাইনে ভাইরাল হয়ে যায়। পরে শীলা ইসলাম জীবিত আছেন বলেন নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি জানান সৈয়দ আশরাশের স্ত্রী লন্ডনে ইউসিএল হাসপাতালে গত ৫ দিন ধরে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখন আশংকাজনক।আনোয়ারুজ্জামান চৌধুরী সকলের কাছে তাঁর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version