Site icon Jamuna Television

‘প্রতিবন্ধকতা আসবে জেনেই ডাকসু নির্বাচনের পথে এগিয়েছে ঢাবি’

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে— এটা মাথায় নিয়েই নির্বাচনের পথে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেই প্রতিবন্ধকতা তৈরি করতে এই রিট করা হয়েছে। এমন মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ঢাবি ভিসি বলেন, ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে ভোট স্থগিতের রায় স্থগিত হয়েছে। যতো প্রতিবন্ধকতাই আসুক না কেন, তা মোকাবেলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো প্রতিবন্ধকতা কিছুই করতে পারবে না। ‎কাউকে অবান্তর কথা না বলার আহ্বান জানান তিনি।

এর আগে, সোমবার দুপুরে ডাকসু নির্বাচনের ওপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী— সেইসব বিষয়েও জানতে চান আদালত।

এরপর ঢাবি আইনজীবীরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে ঘণ্টাখানেকের মধ্যেই সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন। এতে করে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বরে ভোট আয়োজনে আর কোনো বাধা রইলো না।

/এএম

Exit mobile version