Site icon Jamuna Television

গেইলকে ছাড়াবেন কে, হেলস না পোলার্ড?

বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রান করার মাইলফলক গড়লেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ৭৪ রান করে রেকর্ডটি গড়েন তিনি।

মাইলফলক ছুঁতে হেলসের প্রয়োজন ছিল ৫০ রান। ত্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংসের নবম ওভারের শেষ বলে স্পিনার ইমরান তাহিরকে বিশাল ছক্কায় ফিফটি পূরণের পাশাপাশি কাঙ্ক্ষিত ১৪ হাজার রানের রেকর্ড করেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এর আগে, গত শুক্রবার (৩০ আগস্ট) তারুবায় বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অপরাজিত ১৯ রান করে ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। পরদিন ৭৪ রান করে পোলার্ডকে ছাড়িয়ে দুইয়ে উঠে যান ইংলিশ ওপেনার।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ক্রিস গেইলের। ‘ইউনিভার্স বস’ ১৭ বছরের ক্যারিয়ারে ৪৫৫ ইনিংসে করেন ১৪ হাজার ৫৬২ রান। ৫০৫ ইনিংসে ১৪ হাজার ২৪ রান নিয়ে গেইলের পরই এখন হেলস। তার ক্যারিয়ারে ৭টি শতকের পাশাপাশি অর্ধশত আছে ৮৯টি। আর ৭১৩ ম্যাচ ও ৬৩৪ বার ব্যাট করে পোলার্ডের রান ১৪ হাজার ১২। 

ক্রিকেটপ্রেমিদের প্রশ্ন, কে আগে ভাঙবেন ক্রিস গেইলের রেকর্ড? তবে শুধু পোলার্ড বা হেলসই নন, গেইলকে ছাড়িয়ে যেতে পারেন অন্য কোনো ব্যাটারও। ডেভিড ওয়ার্নার (১৩ হাজার ৫৯৫), শোয়েব মালিক (১৩ হাজার ৫৭১), বিরাট কোহলি (১৩ হাজার ৫৪৩) ও জস বাটলার (১৩ হাজার ৩৩৮ রান); তাদের পক্ষেও গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। 

/এএম

Exit mobile version