Site icon Jamuna Television

১৪ বছর পর বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া

দীর্ঘ ১৪ বছর পর আবারও বহির্বিশ্বে তেল রফতানি শুরু করলো সিরিয়া।

সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে রফতানি করা হয় ৬ লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল। বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা।

এ দফায় বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে রফতানি করা হয় তেল।

এর আগে, ২০১০ সালে দিনপ্রতি ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করতো সিরিয়া। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞাজনিত কারণে তা বন্ধ হয়ে যায়।

সম্প্রতি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে পারছে দেশটি। উল্লেখ্য, সিরিয়ান তেলক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

/এএইচএম

Exit mobile version