Site icon Jamuna Television

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য তাঁবু পাঠিয়েছে ভারত। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, এ বিষয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে তার।

ভারতের মিশন কাবুল থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে ১৫টন খাদ্যসামগ্রী পৌঁছে দিতেও সহযোগিতা করছে। জয়শঙ্কর আরও জানান, ভারত খুব শীঘ্রই অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠাবে।

তিনি বলেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।’

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version