Site icon Jamuna Television

অসুস্থ মেঘমল্লার বসু, রাতেই অস্ত্রোপচার

বেশ তোড়জোড় নিয়েই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার প্রচারণা। প্রচারণা চলাকালেই অসুস্থ হয়ে পড়েছেন ডাকসু) নির্বাচনে বাম সংগঠনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ রাতে তার অ্যাপেডিক্স এর অস্ত্রোপচার হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নিজেই। দোয়া চেয়েছেন শত্রু -মিত্র সকলের কাছে।

পোস্টে মেগমল্লার বসু লেখেন, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।’

শেষে তিনি বলেন, রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।

/এএস

Exit mobile version