Site icon Jamuna Television

সুদানে এক বছরে লাখো মানুষ কলেরায় আক্রান্ত: জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরের মধ্যে এক লাখেরও বেশি মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। জাতিসংঘের মানবিক দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের মুখে, একইসঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কলেরা। দেশের কিছু অংশে দুর্ভিক্ষ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।’

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর আরও জানায়, ‘সুদানের মানুষগুলো সাহায্যের অপেক্ষায়।’ সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে ‘সবচেয়ে বড় কলেরা প্রাদুর্ভাব’ হিসেবে উল্লেখ করেছে।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের আগস্ট থেকে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর অন্তত ২ হাজার ৫শ’ ৬১জন কলেরায় মারা গেছেন।

একইসঙ্গে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা অনুযায়ী, নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার।

/এআই

Exit mobile version