Site icon Jamuna Television

বাকৃবির বিভিন্ন কার্যালয়ে তালা, অনিদিষ্টকালের জন্য রেলপথ বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের

হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের বিক্ষোভ। (ফাইল ছবি)

হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জব্বারের মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর রেলপথ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্যের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এবং অনির্দিষ্ট কালের জন্য ঢাকা–ময়মনসিংহ রেলপথ বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।

তাদের ৬ দফা দাবিগুলো হলো- অবৈধভাবে হল ত্যাগের নির্দেশনা বেলা দুইটার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোয় চলমান সব ধরনের সুবিধা (পানি, বিদ্যুৎ ও গ্যাস) নিরবচ্ছিন্ন রাখতে হবে, এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের মদদে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হামলার দায়ে প্রক্টরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর, দেশি অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এক মাস ধরে চলমান যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এ সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/এসআইএন

Exit mobile version