Site icon Jamuna Television

ইসরায়েলি ক্যাবিনেটে গাজায় অভিযান নিয়ে বিভাজন, বন্দি চুক্তিতে ভোটের দাবি সেনা প্রধানের

গাজা অভিযান ইস্যুতে জরুরি বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের।

ছয় ঘণ্টার ক্যাবিনেট বৈঠকে গাজা সিটির সম্ভাব্য আক্রমণ নিয়ে ইসরায়েলি নেতাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত সামরিক আক্রমণের পক্ষে থাকলেও সেনা প্রধান মেজর জেনারেল ইয়াল জামির বন্দিদের মুক্তি সংক্রান্ত চুক্তিতে ভোটের জন্য চাপ দিয়েছেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জামির গাজা সিটি দখলের তীব্র বিরোধিতা করেছেন, কারণ তিনি মনে করেন এতে সেনাদের জীবন এবং হামাসের বন্দি থাকা ৪৮ জনের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

নেতানিয়াহু চুক্তি নিয়ে আংশিক মুক্তি বা ভোটের প্রস্তাব গ্রহণ করেননি। বর্তমান চুক্তি অনুযায়ী, ১৮ জন মৃত বন্দির লাশসহ ১০ জন জীবিত বন্দিকে মুক্ত করা হবে এবং ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত হবে, যা বাকিদের মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির ভিত্তি তৈরি করতে সাহায্য করবে।

জামির বৈঠকে আইনপ্রণেতাদের বলেন, আইডিএফ ইতিমধ্যেই যথেষ্ট চাপ সৃষ্টি করেছে বন্দিদের মুক্তির জন্য এবং এই বিষয়ে ভোট নেয়া উচিত।

তবে নেতানিয়াহু আংশিক মুক্তি মানতে অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ রয়েছে যাতে সব বন্দিই একসাথে মুক্ত হয়।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আগেই বলেছিলেন, ‘আংশিক চুক্তি আর নেই,’ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ‘সব অথবা কিছু নয়’ নীতি অনুসরণ করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

/এআই

Exit mobile version