Site icon Jamuna Television

এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে বন্দি ১১ হাজার ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে কমপক্ষে ১১ হাজার ৪০ জন ফিলিস্তিনি। যা আগের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক।

সোমবার (১ সেপ্টেম্বর) হামোকেদ নামে একটি বেসরকারি সংস্থা প্রকাশ করেছে এই তথ্য। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট

সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দিদের মধ্যে ৫৬ শতাংশকে আটকে রাখা হয়েছে বিচার বহির্ভূতভাবে। আর বাকি ৪৪ শতাংশের বিরুদ্ধে চলছে মামলা। এরমধ্যে ২ হাজার ৬৭২ জনকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি তেলআবিবের।

উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসন শুরুর পর থেকেই উপত্যকাটির পাশপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযানেও ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

/এএইচএম

Exit mobile version