
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২১ বলে ফিফটি করলেন কায়রন পোলার্ড। সেন্ট কিটসের বিপক্ষে ৮ বলের সাতটিতেই ছক্কা হাঁকান ৩৮ বছরের তারকা।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ বার এক ওভারে চারটি বা তারচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন এই ক্যারিবীয় ব্যাটার। সর্বোচ্চ ১৩ বার এই কীর্তি গড়েছেন ক্রিস গেইল।
ত্রিনবাগো নাইট রাইডার্সের ৪ উইকেটে জয়ের ম্যাচে ২৯ বলে ৬৫ রানের তাণ্ডবময় ইনিংস খেলেন পোলার্ড। দুর্দান্ত এক ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই বিধ্বংসী ব্যাটার।
আগের ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ব্যাটার হিসেবে পোলার্ড স্পর্শ করেন ১৪ হাজার রানের মাইলফলক (নামের পাশে আছে ৩৩২ উইকেট)। পরদিন তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। এখন এটাই দেখার, তাদের মধ্যে কে আগে ক্রিস গেইলকে ছাড়িয়ে যান। ‘ইউনিভার্স বস’-এর রান ১৪ হাজার ৫৬২।
/এএম



Leave a reply