দোন্নারুম্মা এলেন ম্যান সিটিতে, ফেনেরবাচে গেলেন এডারসন

|

ইপিএলে চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির বেহাল দশা। তিনটি ম্যাচ খেলে ফেললেও কোচ পেপ গার্দিওলা মাঠে নামাননি দলটির মূল গোলকিপার এডারসনকে। তাতে অনুমিত ছিল, এই মৌসুমেই সিটি ছাড়তে চলেছেন এই ব্রাজিলিয়ান। অবশেষে সিটিজেনদের বিদায় জানিয়ে ফেনেরবাচে নাম লিখিয়েছেন তিনি। ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে তুরস্কের এই ক্লাবটি।

২০১৭ সালে ম্যান সিটিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন এডারসন। ক্লাবটির হয়ে সবমিলিয়ে ৩৭২ ম্যাচ খেলেছেন। ইংলিশ জায়ান্টদের হয়ে তার ঝুলিতে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ ট্রফি, দুটি এফএ কাপ এবং একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

এর আগে বার্নলি থেকে তরুণ ইংলিশ গোলকিপার জেমস ট্রাফোর্ডকেও দলে টানলেও মনে করা হচ্ছিল, ম্যান সিটির প্রধান গোলকিপারের দায়িত্ব পালন করতে পারেন অন্য কেউ। অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ইতালিয়ান দোন্নারুম্মাকে সাইন করিয়েছে সিটি।

সিটিজেন তাঁবুতে যোগ দিয়ে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী গোলকিপার দোন্নারুমা– ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া আমার জন্য বিশেষ ও গর্বের মুহূর্ত। বিশ্বসেরা প্রতিভাবানদের নিয়ে গড়া স্কোয়াডে যুক্ত হয়েছি, যেখানে বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা আছেন। এই ক্লাবে খেলতে পারা আমার জন্য বড় সুযোগ ও সম্মানের।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পিএসজিকে মাত্র ২৬ মিলিয়ন পাউন্ডে রাজি করিয়েছে সিটি। এরইমধ্যে পাঁচ বছরের চুক্তিতে ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী এই গোলরক্ষক। তবে চুক্তিতে বাড়তি এক বছরের সুযোগও রাখা হয়েছে।

এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৪১২টি ম্যাচ খেলেছেন ইতালির নাম্বার ওয়ান গোলকিপার। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৪ ম্যাচ। ইতালির হয়ে ২০২০ ইউরো এবং পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল দোন্নারুমার।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply