গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের এমন একজন নেতার ওপর হামলার নিন্দা জানানোর ভাষা নেই। এ হামলার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা মেডিকেলে নুরুল হক নুরকে দেখতে গিয়ে গণমাধ্যমের সামনে এ কথা জানান মুজিবুর রহমান।
তিনি বলেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায়; সেজন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। এসময় নুরুল হক নুরের সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বানও জানান মুজিবুর রহমান।
যেকোনো ঘটনা ঘটলে সাথে সাথে তার তদন্ত হওয়া দরকার মন্তব্য করে জামায়াতের এই নেতা আরও বলেন, গণভোটসহ সব বিষয়ে সকলের ঐকমত্যে আসা উচিত। তা না হলে আগামিতে নির্বাচন সুন্দর হবে না।
/এমএইচ

