
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয় ও পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার প্রধান ফটকে তালা দিয়েও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, গত রোববার যৌথ ডিগ্রীর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘাতের জেরে রোববার রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশও দেয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বেশিরভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করেন। হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্য ক্ষমা প্রার্থনাসহ ৬ দফা দাবি তোলেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
/আরএইচ



Leave a reply