Site icon Jamuna Television

ডাকসুর রিট ইস্যুতে গণধর্ষণের হুমকি: কমিটি গঠন, তিনদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিট ইস্যুতে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির বিষয় তদন্তে ২ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেয় ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আলী হোসেন। এ ঘটনার সত্যতা উদ্ঘাটন করার জন্য ডাকসুর আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের পক্ষ থেকে দুই সদস্যবিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।

এতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হককে। সদস্য হিসেবে রয়েছেন ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম।

এ কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয়ার পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে তাকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়ে পোস্ট করেন।

/এমএইচ

Exit mobile version