রাজধানীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

|

রাজধানীর পশ্চিম কালাচাঁদপুরে পারিবারিক কলহের জেরে সামি নামের একজনকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের একপর্যায়ে বড় ভাই জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করে। এতে সামি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও খালাতো ভাই মনির হোসেন জানান, জামে আলম ও সামি সম্পর্কে সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জানে আলমকে আটক করার চেষ্টা চলছে। এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply