Site icon Jamuna Television

এশিয়ান কাপ বাছাই: আজ ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য এশিয়া কাপ কখনই সুখের স্মৃতি হয়ে আসেনি। আগের ছয়বারের ব্যর্থ চেষ্টায় ১৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের মতো ভিয়েতনামে মূল পর্বে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। শুরুতেই ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ।

এর আগে, ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে অতীতে দুটি ম্যাচে দেখা হয়েছে বাংলাদেশের। দু’বারই হারের তেতো স্বাদ সঙ্গী হয়। ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম। প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম। তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। তার বদলে দাঁড়াতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন।

/এএইচএম

Exit mobile version