Site icon Jamuna Television

‘ভিক্টরি ডে’ উপলক্ষ্যে বিশ্ব নেতাদের সাথে ঐতিহাসিক গ্রুপ ছবি তুললেন শি জিনপিং

চীনের ‘ভিক্টরি ডে’ উপলক্ষ্যে বিশ্ব নেতাদের সাথে ঐতিহাসিক গ্রুপ ছবি তুললেন প্রেসিডেন্ট শি জিনপিং।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের প্রতিরোধের ৮০তম বর্ষপূর্তি। এ উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল সমাবেশে যোগ দেন ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এছাড়াও ছিলেন বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক অতিথিরা।

এ সময়, তাদের সাথে তিয়ানআনমেন স্কয়ারে ঐতিহ্যবাহী একটি ভবনের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছবি তোলেন শি জিনপিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের নানা প্রান্তের প্রায় শ’খানেক অতিথি।

/এএইচএম

Exit mobile version