জয়পুরহাটে কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২

|

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটে কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে মূর্তি উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে পাচারের উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে কালো পাথর ও কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিষ্ণুপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এসময় ৩১ কেজি ওজনের কালো পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করে র‍্যাব।

আটকরা হলেন— পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন ও একই উপজেলার রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদা।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়পুরহাট সদর থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply