Site icon Jamuna Television

রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক প্রার্থী শাহরিয়ার মোর্শেদ খান

শাহরিয়ার মোর্শেদ খান (বামে)

রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাহরিয়ার মোর্শেদ খান (৫১ বছর)। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। তিনি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন -এর সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তার বর্তমান বয়স ৫১ বছর হলেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বড় মেয়ের জামাই তার সাথে একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তিনি জানান, ব্যক্তিজীবনে চার মেয়ের বাবা হলেও শুধু সংগ্রামের কারণে এতদূর এসে পৌঁছেছেন। তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এজন্য তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এ সময়, আগামী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এএইচএম

Exit mobile version