ঝিনাইদহে বল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

|

প্রতীকী ছবি

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বল তুলতে গিয়ে পানিতে ডুবে সীমান্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সীমান্ত দাস (২)। সে মহেশপুর পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামের মধু দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শিশু সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিলো। একপর্যায়ে বলটি পাশের ডোবার মধ্যে পড়ে যায়। এ সময় বল পানি থেকে বল তুলতে গিয়ে ডোবায় পড়ে যায় সে। পরে খোজাখুজির একপর্যায়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply