Site icon Jamuna Television

ম্যান সিটি ছেড়ে প্রকৃত স্বদেশে গুন্দোয়ান

বাবা-মা দুজনই ছিলেন তুর্কি। গুন্দোয়ানের দাদা তুরস্ক থেকে জার্মানিতে এসেছিলেন নতুন কাজের সন্ধানে। গুন্দোয়ানের জন্ম জার্মানিতে হলেও শেকড় তুরস্কে। অবশেষে তিনি ফিরলেন প্রকৃত স্বদেশে। ম্যানচেস্টার সিটি ছেড়ে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ে নাম লেখালেন। সিটির সঙ্গে আরও ১ বছরের চুক্তি থাকলেও ফ্রি এজেন্ট হিসেবেই যাচ্ছেন এই ফুটবলার।

২০২৬-২৭ মৌসুম পর্যন্ত গ্যালাতাসারাইয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে গ্যালাতাসারাই। তাই গুন্দোয়ানকে নিয়ে দলের শক্তি বাড়িয়েছে ক্লাবটি।

এর আগে, ম্যানচেস্টার সিটিতে দুই মেয়াদে প্রায় ৮ বছর কাটিয়েছেন তিনি। প্রথম মেয়াদে ৭ বছর কাটানোর পর ২০২৩ সালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। সেখান থেকে ফিরে গত বছর ক্লাবটির হয়ে খেলেন আরও ৫৪ ম্যাচ।

২০২২-২৩ মৌসুমে ম্যান সিটির অধিনায়ক হিসেবে জেতেন ট্রেবল। সব মিলিয়ে সিটির জার্সিতে গুন্দোয়ান জিতেছেন ১৪টি শিরোপা। ৩৫৮ ম্যাচ খেলে করেছেন ৬৫ গোল।

/এএম

Exit mobile version