বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট:
ফরিদপুরের বোয়ালমারীতে জুয়ার বোর্ড থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২ সেক্টেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– গুনবহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা (৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ সেখ (৩০), গুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী (৪৫)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা বড়ি, ১১ বান্ডিল তাস, ৩টি মোবাইল ফোনসহ নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আটক আসামিদের বুধবার (৩ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
/এএম

