Site icon Jamuna Television

সিলেটে আবারও বৃষ্টি, খেলা বন্ধ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় ম্যাচে আবারও বৃষ্টি হানা দিয়েছে। প্রথম ইনিংসের ১৮ ওভার দুই বল শেষে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরুতেই বৃষ্টি হানা দেয়। এরপর প্রথম ইনিংসের শেষে এসেও ফের বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪ রান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে খানিকটা দেখেশুনে শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও সাইফ হাসান। প্রথম দুই ওভারে দুই চারের মারে আসে ৯ রান। এরপর হাত খুলে ব্যাট চালাতে থাকেন লিটন। তৃতীয় ওভারে আসে ৩টি চার ও এক ছয়ের মারে ২২ রান আসে। তবে পরের ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপরও একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন লিটন।

ম্যাচের চার ওভারের বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫৬ রান। এরপর এক বল মাঠে গড়াতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে বাংলাদেশের রানের চাকা মন্থর হয়ে যায়। পরের ছয় ওভারে আসে মাত্র ৩৩ রান। ম্যাচের এগারোতম ওভারে লিটনের এক ছক্কা ও চারের মারে ১৩ রান যোগ হয় বাংলাদেশের খাতায়।

এরপর খানিকটা দেখেশুনে খেলতে থাকেন শামীম হাসান ও লিটন। পরের তিন ওভারে আসে মাত্র ১৯ রান। ১৫তম ওভারে কেইনের বোলে সাজঘরে ফেরেন শামীম ও লিটন। দলীয় স্কোর তখন চার উইকেটে ১২২। ক্রিজে সোহান ও জাকের আলী। এই দুই ব্যাটারও উইকেটে থিতু হতে খানিকটা সময় নেন। ম্যাচের ১৮ তম ওভারে কেইনের বলে তিনটি ছক্কা হাঁকান সোহান। এরপরের ওভারের দুই বল মাঠে গড়াতেই বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয়ে যায়।

/আরএইচ

Exit mobile version