Site icon Jamuna Television

বলিউডে অভিনেতা কাদির খান আর নেই

বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদির খান আর নেই। আজ মঙ্গলবার সকালে কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড।

এর আগে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কাদের খান। হাঁটুতে অস্ত্রপচার করার দরুণ হাঁটাচলাতেও বেগ পেতেন এই অভিনেতা। গেল ডিসেম্বর মাস থেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য কানাডায় নিয়ে যাওয়া হয় তাকে।

এর আগে গত রবিবার হঠাৎ কাদের খানের মৃত্যু নিয়েও গুঞ্জন উঠে বলিউড পাড়ায়। কিন্তু তার ছেলে সরফরাজ খান তা নাকচ করে দিয়ে জানান ‘বাবার শ্বাসের কষ্ট বেড়েছে এবং তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে’।

Exit mobile version