Site icon Jamuna Television

হার দিয়ে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। যার সুযোগ ভালোভাবেই নেয় স্বাগতিকরা। খেলার ১৫ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন ফরওয়ার্ড গুয়েন গক। সেই লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রাখে ভিয়েতনাম। ৮৩ মিনিটে কর্ণার কিক থেকে আরও একটি গোল আদায় করে ২-০ গোলের জয় নিশ্চিত করে ভিয়েতনাম।

এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ভিয়েতনাম। ৩ পয়েন্ট আছে একই দিন সিঙ্গাপুরকে হারানো ইয়েমেনের। এই চার দলের মধ্যে থেকে গ্রুপ চ্যাম্পিয়নরা আগামী বছরের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলবে। আগামী বছরের ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হবে মূল আসর।

উল্লেখ্য, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেনের ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

/এমএইচআর

Exit mobile version