Site icon Jamuna Television

লন্ডনে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তাসহ আহত ৩ জন

লন্ডনে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তাসহ আহত অন্তত ৩ জন । গতকাল সোমবার রাতে ম্যানচেস্টারের একটি রেলস্টেশনে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায় হামলাকারী দলে বেশ কয়েকজন নারী ও পুরুষ ছিল।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় একটি বাড়িতে নববর্ষের অনুষ্ঠানে উপস্থিতদের সাথে বাকবিতন্ডায় জের ধরে এ হামলা করে একদল লোক। বাকবিন্ডতার একপর্যায়ে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরি নিয়ে ধাওয়া করে বেশ কয়েকজন। রেলস্টেশনের কাছে পৌঁছালে ছুরিকাঘাত করা হয় তাকে। সাহায্যের জন্য এগিয়ে এলে দু’জন পুলিশও আহত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছুরি উদ্ধার করে একই সাথে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করে।

Exit mobile version