Site icon Jamuna Television

অটোরিকশার ধাক্কায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী করেসপনডেন্ট:

মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তার বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মমিনুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার বাড়িতে খবর দেয়া হয়েছে। আমরা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা রামেক হাসপাতালে রয়েছি।

/এমএইচআর

Exit mobile version