
হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের বিক্ষোভ। (ফাইল ছবি)
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এখনও সংকট কাটেনি। দুদিন পার হলেও বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকলেও তা অনুষ্ঠিত হয়নি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভায় হল খুলে দেয়া ও ক্যাম্পাস বন্ধের আদেশ প্রত্যাহারের ব্যাপারে ভার্চুয়াল আলোচনার কথা ছিল। তবে সেটি অনুষ্ঠিত হয়নি। এদিকে সিন্ডিকেট সভা না হওয়ায় ক্যাম্পাস খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা এক প্রেস ব্রিফিংয়ে জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনায় যেসব সিদ্ধান্ত এসেছে তা লিখিত আকারে সিন্ডিকেটে উত্থাপন করা হবে। তবে শিক্ষার্থী প্রতিনিধিদের কেউ উপস্থিত না থাকায় সিন্ডিকেট মিটিং আয়োজন সম্ভব হয়নি।
তবে শিক্ষার্থীরা জানান, আলোচনা করে নতুন কর্মসূচি দিবেন তারা।
উল্লেখ্য, গত রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এ সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেইসঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
/এমএইচ



Leave a reply