Site icon Jamuna Television

১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা: ওবায়দুল কাদের

১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার নামে নাটক করেছে।প্রচারণা না করায় ভরাডুবি হয়েছে। তাদের আন্দোলন করার ক্ষমতা নেই।

অন্যদিকে ৩ জানুয়ারির মধ্যেই নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সকালে, সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল ২৯৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হবে।

Exit mobile version