Site icon Jamuna Television

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে মাহমুদউল্লাহর পাশে লিটন

দুটি রেকর্ডের হাতছানি নিয়ে গতম্যাচে মাঠে নেমেছিলেন লিটন দাস। ঝড়ো ইনিংসে বাংলাদেশ অধিনায়ক এক রেকর্ড ভেঙে আরেক রেকর্ড স্পর্শ করেছেন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটিতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন টাইগার অধিনায়ক। পাশাপাশি সর্বোচ্চ ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদের পাশে নাম লিখিয়েছেন এই ব্যাটার।

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪৬ বলে ৭৩ রান করেন লিটন। তুলে নেন টি-টোয়েন্টিতে ১৪তম ফিফটি। এর আগে প্রথম ম্যাচেও তুলে নিয়েছিলেন ফিফটি। নাম লিখিয়েছিলেন সাকিবের পাশে।

অর্ধশতকে সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়ার পাশাপাশি ৪টি ছক্কার মার ছিল লিটনের এই আগ্রাসী ইনিংসে। আর তাতেই তিনি বসেছেন মাহমুদউল্লাহর পাশে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন ৭৭টি করে ছক্কা আছে মাহমুদউল্লাহ ও লিটন দুজনেরই ঝুলিতেই। তবে ৭৭ ছক্কা মারতে মাহমুদউল্লাহর চেয়ে অনেক কম ম্যাচ খেলতে হয়েছে লিটনকে। মাহমুদউল্লাহর ১৪১ ম্যাচের বিপরীতে ১১০ ম্যাচেই তাকে স্পর্শ করে গেছেন টাইগার অধিনায়ক।

/এমএইচ

Exit mobile version