Site icon Jamuna Television

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্টের মামলায় জড়ানো হয়: ব্যারিস্টার কায়সার কামাল

২০০৪ সালের ২১ আগস্ট বিস্ফোরণের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সম্পৃক্ত করা হয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আপিল বিভাগ এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রাখার আদেশ দেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে কায়সার কামাল এ মন্তব্য করেন।

তিনি বলেন– ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই তাদের বিচার চাননি, তা প্রমাণিত।

গত ১ ডিসেম্বর, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে খালাসের রায় বহাল রেখে রায় দেন।

এর আগে, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন।

২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

/এএম

Exit mobile version