Site icon Jamuna Television

চট্টগ্রাম স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুকলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশে চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া এই রাষ্ট্রের ব্যর্থতা। দেশের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরতে চারুকলা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে চারুকলা বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, বন্ধ থাকা চট্টগ্রাম চারুকলা কলেজ প্রাঙ্গণে ক্লাব প্রতিষ্ঠার তোড়জোড় চলছে। এই কলেজ প্রাঙ্গণে ক্লাব বা অন্য কোন কার্যক্রম না চালিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

/এএইচএম

Exit mobile version