Site icon Jamuna Television

আবারও জমে উঠেছে ডাকসুর প্রচারণা

ফাইল ছবি।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। আদালতের এমন রায়ে আবারও জমে উঠেছে ডাকসুর প্রচার প্রচারণা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও প্রাণচঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। লিফলেট- হ্যান্ডবিল নিয়ে প্রার্থীদের সঙ্গে চলছে ভোটারদের জনসংযোগ। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, অপরাজেয় বাংলার সামনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে এসব বিতরণ করেন তারা। সেইসাথে, প্রার্থীরা দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার। এ সময়, বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। তবে আচরণবিধি লঙ্ঘন হলেও কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ অনেকেরই।

অপরদিকে, প্রার্থীতা ফিরে পেতে আবারও এক প্রার্থীর হাইকোর্টে রিট করা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। তবে সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে ডাকসু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, সেই প্রত্যাশা সবার। একই সাথে বুথের সংখ্যা বৃদ্ধি এবং ছুটি কমানোর সিদ্ধান্তেও প্রার্থী-ভোটাররা দিচ্ছেন ইতিবাচক প্রতিক্রিয়া।

/এএইচএম

Exit mobile version