রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এই আহ্বান জানায় আসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি। এ সময়, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংস্থাটি। সেইসাথে, রোহিঙ্গা সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয় জানিয়ে, বিষয়টি আসিয়ানের পরবর্তী সভায় তুলে ধরা বলে জানায় আসিয়ান জোটের মানবাধিকার সম্পর্কিত সংস্থাটি।
এই সংকট আসিয়ান-সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে সংস্থাটি জানান, দ্রুতই রোহিঙ্গা সংকট উত্তরণ না হলে আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।
এ সময়, বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা কমিয়ে দেয়ায় আসন্ন খাদ্য সংকট সমাধানে দ্রুত আসিয়ানকে একটি মানবিক তহবিল গঠনের অনুরোধ জানায় আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস।
/এএইচএম

