Site icon Jamuna Television

বিকে স্কুল অব রিসার্চ ও সিএফইপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিকে স্কুল অব রিসার্চ এবং শ্রীলঙ্কাভিত্তিক জ্ঞানচর্চা কেন্দ্র সিলন ফাউন্ডেশন ফর ইকোনমিক পলিসি অ্যানালাইসিস (সিএফইপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলংকা, তাইওয়ানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা, পলিসি অ্যাডভোকেসি এবং তরুণদের দক্ষতা বৃদ্ধিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেছে, যা দক্ষিণ এশিয়ার সামাজিক-অর্থনৈতিক ও পরিবেশগত জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

বিকে স্কুল অব রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজন কুমার বলেন, এই সমঝোতা আমাদের গবেষণা প্রচেষ্টাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ গবেষকদের কণ্ঠস্বর জোরালো করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা তথা টেকসই অভিলক্ষ্য অর্জনের ক্ষেত্রে গবেষণামুখী তরুণদের ভূমিকা পালনে দারুণ সহায়ক হবে এই সমঝোতা।

সিএফইপির চেয়ারম্যান ও পরিচালক পাসান বিজয়াবর্ধনা বলেন, দক্ষিণ এশিয়া আজ বহুমুখী সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। এ সমঝোতা স্মারক যৌথ গবেষণা কর্মকাণ্ডকে শক্তিশালী করবে, যা সরাসরি নীতি প্রণয়নে ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা, নীতি-সংলাপ, সেমিনার ও সম্মেলনের আয়োজন করবে এবং যৌথভাবে নীতি-সারসংক্ষেপ ও গবেষণা প্রবন্ধ প্রকাশ করবে।

/এমএইচ

Exit mobile version