Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ফাইল ছবি।

নারায়ণগঞ্জে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মানব চৌধুরী, তার স্ত্রী বাছা চৌধুরী এবং তিন শিশু কন্যা তিন্নি, মুন্নি ও মৌরি।

ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জের ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন মানব চৌধুরী। পরিবারটি রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। গতকাল বুধবার রাতে সিলিন্ডারের লাইনে লিকেজ হয়। এ সময় দরজা-জানালা বন্ধ থাকায় ঘরের ভেতর গ্যাস জমে যায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, আজ ভোরে আগুনের সংস্পর্শ পেলে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের পাঁচ জন দগ্ধ হয়। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version