Site icon Jamuna Television

যারা নির্বাচনে আসবে না বলে তারা হাসিনার সুরে কথা বলে: আমীর খসরু

কিছু মানুষ শেখ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বললেন, যারা নির্বাচনে না আসার কথা বলে তারা হাসিনার সুরেই কথা বলছে। দাবি না মানলে নির্বাচনে যাবো না এমন বক্তব্য অগণতান্ত্রিক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমদু চৌধুরী।

তিনি আরও বলেন, একেক দলের একেক দাবিতে গণভোট করতে গেলে এ দেশে আর নির্বাচন হবে না। গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই বলেও মনে করেন বিএনপির এ নেতা।

যে সব সংস্কারে ঐকমত্য হবে না জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো বাস্তবায়ন করার পক্ষে মত দেন আমীর খসরু।

/এমএন

Exit mobile version