Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধস্ত: নিখোঁজের তিনদিন পর মিললো একজনের মরদেহ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধস্তের তিনদিন পর মিললো একজনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে ৭ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিধ্বস্ত হেলিকপ্টার থেকে ১০০ মিটার দূরে পাওয়া গেছে উদ্ধারকৃত মরদেহটি। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমান্তান প্রদেশের বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। গন্তব্য ছিল পালংকারায়া শহর। উড্ডয়নের ঠিক আট মিনিট পর কন্ট্রোল রুমের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ।

উড়োযানটির আরোহীদের আটজনের মধ্যে তিনজনই বিদেশি। তারা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক বলে জানিয়েছে এপি।

৫টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ ও সেনা সদস্যরা। পাশাপাশি যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী।

/এএম

Exit mobile version