Site icon Jamuna Television

চবিতে সংঘর্ষের ঘটনায় মামলার অন্যতম আসামি হান্নান গ্রেফতার

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হান্নানকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারীতে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার ৫৬ নম্বর আসামি। তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহ সভাপতি ইকবালের অন্যতম সহযোগী।

তাদের নির্দেশে হান্নান স্থানীয়দের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে দাবি করেছে র‍্যাব।

/এএস

Exit mobile version