Site icon Jamuna Television

ফখর-আবরার নৈপুণ্যে ফাইনালে পাকিস্তান

ফখর জামানের দরকারি ফিফটির পর আবরার আহমেদের লেগ স্পিন ভেল্কিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সালমান আগার দল।

দারুণ ফিফটি করে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান এনে দেন দীর্ঘদিন পর ছন্দে ফেরা ফখর। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাত তুলতে পারে ১৪০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি পাকিস্তানের। প্রথম ১৫ ওভারে ৯৭ রান তোলে তারা। কিন্তু শেষ ৫ ওভারে ফখর ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ রান তোলে তারা।

ফখর জামান করেন ৪৪ বলে ৭৭ রান এবং নাওয়াজ ২৭ বলে তোলেন ৩৭ রান। তারা দুজন মিলে মিলে ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রান যোগ করেন।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল আবরার আহমেদের, যার লেগ স্পিন বিষে নাকাল হয়েছেন আমিরাতের ব্যাটাররা। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আবরার।

আমিরাতের পক্ষে লড়াই করেছিলেন আলিশান শরাফু, যার উইলো থেকে বের হয় ৫১ বলে ৬৮। চারটি করে চার ও ছয় হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি।

চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। দুটি জয় পেয়ে আফগানিস্তানও নাম লিখিয়েছে ফাইনালে। কোনো ম্যাচ না জিতে বাদ পড়েছে আরব আমিরাত।

উল্লেখ্য, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফখর ও রশিদ খানের দল।

/এএম

Exit mobile version