আসন বিন্যাসের প্রতিবাদ: মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ

|

ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে ওই এলাকার মানুষ। প্রতিবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে খুলনা-ঢাকা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ডে এ অবরোধ শুরু হয়। এতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল। দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন।

স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গার মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে ২টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানা তারা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন জানান,সরকারি সিদ্ধান্তের কারণে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। আমাদের দাবি মানতে হবে। আমাদের ভোটাধিকার ও স্বার্থকে এভাবে উপেক্ষা করা যাবে না। দাবি মানার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে ডিসির সাথে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুতই দাবিগুলো নিয়ে ঊর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, গতকাল নির্বাচন কমিশন থেকে সীমানা নির্ধারন করে হামেরদী ও আলগী ইউনিয়ন কেটে গেজেট প্রকাশ করে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply