ইউএস ওপেন: ওসাকাকে হারিয়ে ফাইনালে অ্যানিসিমোভা

|

ইউএস ওপেনের নারী এককে নেয়োমি ওসাকাকে হারিয়ে ফাইনালে উঠলেন মার্কিন টেনিস তারকা আমান্ডা অ্যানিসিমোভা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসরের সেমিফাইনালে মুখোমুখি হন এই দুই তারকা। ম্যাচের প্রথম দুই সেটে দারুণ লড়াই করলেও তৃতীয় সেটে ছন্দ হারান ওসাকা।

এদিকে সুযোগ কাজে লাগিয়ে খেলার পরবর্তী অংশে আধিপত্য দেখান আমান্ডা। ম্যাচটি শেষ হয় ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৩-৬ গেমে।

রোববার ইউএস ওপেনের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন এই মার্কিন তারকা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply