Site icon Jamuna Television

ফরিদপুরে আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে বাদ দেয়ার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় মহাসড়কে অবস্থান নেয় তারা স্থানীয়রা।

বিক্ষোভকারীরা বলেন, গতকাল বৃহস্পতিবার সংসদীয় আসনের চূড়ান্ত সীমানায় ভাঙ্গা উপজেলার হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটিকে পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করতে হবে।

এর আগে, শুক্রবার সকালে একই দাবিতে খুলনা-ঢাকা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুনসুরাবাদ ও হামেরদী বাসস্ট্যান্ড এলাকার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এর প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা একটায় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।

/আরএইচ

Exit mobile version