Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি বন্দিদের গাড়িতে ঘোরানোর ভিডিও প্রকাশ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) শুক্রবার (৫ আগস্ট) গাজা সিটিতে দুই বন্দিকে গাড়িতে নিয়ে ঘোরানো একটি ভিডিও প্রকাশ করেছে।

প্রচারণামূলক ভিডিওতে ইসরায়েলি বন্দি গাই গিলবোয়া-ডালালকে গাজা সিটির বিভিন্ন স্থানে গাড়িতে বসা অবস্থায় দেখা যায়। এছাড়াও ওই বন্দিকে রেড ক্রিসেন্ট সদর দফতরের সামনে অবস্থান করতে দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

গত সপ্তাহে বন্দিদের এই ভিডিও শুট করা বলে মনে করা হচ্ছে। এই ভিডিওতে গাড়ির জানালার মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখা যায়।

ভিডিওর শেষে দ্বিতীয় বন্দি, ২২ বছর বয়সী আলোন ওহেল, গিলবোয়া-ডালালের পাশে গাড়িতে দেখা যায়। দুইজন একে অপরকে দেখে অবাক হন এবং আলিঙ্গন করেন। ভিডিওতে গিলবোয়া-ডালাল কয়েকবার বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে (অপর বন্দিকে) দেখছি।’

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version