
যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে স্থবিরতার লক্ষণ দেখা দিয়েছে। গত আগস্ট মাসে, চাকরি বৃদ্ধি প্রায় থমকে গেছে এবং বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ ৪.৩% এ পৌঁছেছে; যা মার্কিন শ্রমবাজারের স্থবিরতার ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী, আগস্টে কেবল ২২ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এছাড়াও, জুন মাসের হিসাব পুনঃনিরীক্ষা করে দেখা যায়, দেশটির চাকরির বাজারে ১৩ হাজার জব কমে গিয়েছে।
অর্থনীতিবিদ ক্রিস্টোফার রাপকি মন্তব্য করেছেন, ‘মহামারী পরবর্তী সময়ে মার্কিন চাকরির বাজার স্থবির হয়ে গেছে।’
জুলাই মাসের চাকরির সংখ্যা সামান্য বাড়িয়ে ৭৩,০০০ থেকে ৭৯,০০০ করা হয়েছে।
বিশ্লেষকরা আশা করেছিলেন, আগস্টে ৭৬ হাজার ৫শ’ নতুন চাকরি সৃষ্টি হবে এবং বেকারত্বের হার ৪.৩% এ পৌঁছাবে।
এদিকে, দুর্বল চাকরির তথ্য প্রকাশের পর ডাউ জোনস ১১৯ পয়েন্ট বা ০.২৬% বৃদ্ধি পেয়েছে। এস অ্যান্ড পি-৫০০ ০.৪১% এবং টেক-হেভি নাসড্যাক ০.৬৩% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য ফেডারেল রিজার্ভকে সেপ্টেম্বরে সুদের হার কমানোর দিকে প্রভাবিত করতে পারে, যাতে অর্থনীতিকে উদ্দীপ্ত করা যায়।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই



Leave a reply