Site icon Jamuna Television

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে আজ ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভিয়েত ট্রাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

প্রথম ম্যাচ হেরে এরই মধ্যে টেবিলের তলানিতে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপে রানার্সআপ হতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রাবণ-আল-আমিন’দের। তাই দলের জন্য খেলাটি ‘ডু অর ডাই’ বলে মানছেন অধিনায়ক শেখ মোরসালিন।

তবে সেটি খুব যে সহজ হবে—এটি বলা যাচ্ছে না মোটেও। ইয়েমেনের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। শক্তি-ভারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ইয়েমেন। ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের পার্থক্য ২৮, বাংলাদেশ আছে ১৮৪ নম্বরে আর ইয়েমেনের অবস্থান ১৫৬তম।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ইয়েমেন। এর আগে যদিও কখনো অনূর্ধ্ব-২৩ দল মুখোমুখি হয়নি। তবে ২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল হেরেছিল ৩-০ গোলে। আর ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চেই ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৪ সালে। সেবার মুখোমুখি হয়েছিল দুই দেশের সিনিয়র দল। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল ১-০ গোলে।

উল্লেখ্য, ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হয়নি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। যে কারণে একাদশে আসতে পারে পরিবর্তন।

/এমএইচআর

Exit mobile version