Site icon Jamuna Television

ইউএস ওপেন: জোকোভিচকে হারিয়ে ফাইনালে আলকারাজ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন কার্লো আলকারাজ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে শেষ চারের লড়াইয়ে মাঠে নামেন আলকারাজ-জোকোভিচ। ম্যাচে ৬-৪, ৭-৬ ও ৬-২ গেমে জয় তুলে নেন স্প্যানিশ তারকা। ফাইনালের লড়াইয়ে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে অলিম্পিক ও অস্ট্রেলিয়ান ওপেনে জোকো’র কাছে হারের প্রতিশোধ নিলেন আলকারাজ। উইম্বলডনের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে খেললেন জোকোভিচ।

শারীরিক সমস্যার সঙ্গে লড়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে শক্তি ও ছন্দের সঙ্গে তাল মেলাতে পারেননি তিনি। ইতিহাস রচনা করতে অপেক্ষায় থাকতে হচ্ছে ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা নোভাক জোকোভিচের।

এদিকে, মাত্র ২২ বছর বয়সে ওপেন যুগে তৃতীয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সাতটি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছালেন আলকারাজ।

অপর সেমিতে কানাডিয়ান টেনিস তারকা ফেলিক্স আগার আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছেন ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে আলকারাজ-সিনারের মধ্যকার মেগা ফাইনালের লড়াই।

/এমএইচআর

Exit mobile version