Site icon Jamuna Television

ভারত নিয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী, ২ মাসের মধ্যে ক্ষমা চাইবে দিল্লি

ভারত আগামী ২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, আগামী ১-২ মাসের মধ্যে তারা আলোচনার টেবিলে আসতে চাইবে এবং বলবে আমরা ক্ষমা চাই।

ভারতকে সতর্ক করে তিনি বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোশাল মিডিয়ায় এক পোস্টে বলেন, মনে হচ্ছে আমরা চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি।

ট্রাম্পের পোস্টের পরেই বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন। তিনি বলেন, এটা শুধুই ভারতের আস্ফালন। কারণ বড় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করা এক ধরনের ভালো লাগা দেয়। কিন্তু দিন শেষে তারা ব্যবসায়িক স্বার্থে আমাদের সঙ্গে চুক্তি করতে চাইবে।

ভারতের তীব্র সমালোচন করে মার্কিন এ মন্ত্রী বলেন, ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিকস থেকেও সরবে না। যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায়, তো তারা হোক। কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন। তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে।

/এটিএম

Exit mobile version