Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসনে দেশের সমর্থনের প্রতিবাদ, আটক দুই সাবেক মার্কিন কর্মকর্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত দুই মার্কিন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। খবর, আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনেটের এক শুনানি চলাকালে তাদের আটক করা হয়। শুনানির সময় প্রতিবাদ জানান সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবি এবং লে. কর্নেল (অব.) অ্যন্হনি অ্যাগুইলার।

দুজনই ক্ষোভ জানিয়ে বলেন, গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল দায় যুক্তরাষ্ট্রের। কারণ এই হত্যাযজ্ঞে সব ধরণের সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।

উল্লেখ্য, মার্কিন নাগরিকদের করের অর্থ গণহত্যায় ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এই দুই মার্কিন সেনা কর্মকর্তা।

/এমএইচআর

Exit mobile version